Join Telegram Join Facebook বাংলা রচনা
সাহিত্যের ইতিহাস সাজেশান Question-Paper
WBCS স্কুল নোটস ইতিহাস

চর্যাপদের কবিদের জন্মস্থান ও সময়কাল

 বহু বিদগ্ধ পণ্ডিত ও সমালোচক চর্যাপদের জন্মকাল ও ঠিকুজি নির্ধারণে সচেষ্ট হয়েছিলেন এবং কেউ কেউ সফলও হয়েছেন। প্রত্ন-বাংলার নিদর্শন হিসেবে বাঙালিদের কাছে এই একটিই মাত্র নিদর্শন রয়েছে, যার দাবিদার শুধু বাংলাই নয়; ওড়িয়া, অসমিয়া এবং মৈথিলির দাবিও রয়েছে। যাইহোক বর্তমানে তিব্বতী প্রামাণ্য গ্রন্থসমূহ থেকে প্রাপ্ত তথ্যসমূহের উপর ভিত্তি করে অনুমিত হয় যে চর্যাগানগুলোর জন্ম ৮ম থেকে ১১শ শতকের মধ্যবর্তী সময়ে।


চর্যাপদের কবিদের জন্মস্থান ও সময়কাল


চর্যাপদের কবিদের জন্মস্থান ও সময়কাল





চর্যাপদের কবিদের জন্মস্থান ও সময়কাল

বহু বিদগ্ধ পণ্ডিত ও সমালোচক চর্যাপদের জন্মকাল ও ঠিকুজি নির্ধারণে সচেষ্ট হয়েছিলেন এবং কেউ কেউ সফলও হয়েছেন। প্রত্ন-বাংলার নিদর্শন হিসেবে বাঙালিদের কাছে এই একটিই মাত্র নিদর্শন রয়েছে, যার দাবিদার শুধু বাংলাই নয়; ওড়িয়া, অসমিয়া এবং মৈথিলির দাবিও রয়েছে। যাইহোক বর্তমানে তিব্বতী প্রামাণ্য গ্রন্থসমূহ থেকে প্রাপ্ত তথ্যসমূহের উপর ভিত্তি করে অনুমিত হয় যে চর্যাগানগুলোর জন্ম ৮ম থেকে ১১শ শতকের মধ্যবর্তী সময়ে।

আজকের এই পোস্টের আলোচ্য হল চর্যা কবিদের নিবাস ও সময়কাল সম্বন্ধে। নিচের সারণিতে চর্যাকারদের নিবাস এবং আবির্ভাবকাল দেখানো হলো।


চর্যাকারদের নিবাস ও আবির্ভাবকাল 

চর্যাকবি নিবাস/বিচরণ সময়
কুক্কুরী পা বাংলা/কপিলাবস্তু ৮ম/৯ম
লুইপা রাঢ় ৮ম
বিরূপা পা ত্রিপুরা ৮ম
গুণ্ডারী পা ভিসুনগর ৯ম
চাটিল পা চট্টগ্রাম ভ্রমন করেন ৯ম
ভুসুকু পা মগধ/বাংলা ৮ম/১১শ
কাহ্ন পা উড়িশ্যা/সোমপুরী বিহার ৭ম/৯ম
কম্বলাম্বর পা ওড়িশা ৯ম
ডোম্বীপা ত্রিপুরা/মগধ/রাঢ় দেশ ৯ম
শান্তি পা বিক্রমশীলা বিহার ১১শ
মহীধর পা মগধ ৯ম
সরহ পা উত্তরবঙ্গ-কামরূপ/মগধ ৮ম/১১শ
শবর পা বঙ্গাল ৮ম
আর্যদেব পা মেবার/নালন্দা ৮ম
ঢেণ্ঢন পা অবন্তীনগর ৯ম
ভদ্রপা শ্রাবস্তী ৮ম
কঙ্কণ পা বিষ্ণুনগর ৯ম
ধর্ম পা বিক্রমশীলা (ভাগলপুর) ৯ম
-------------------------------


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url