বাংলা ছন্দরীতির বিভিন্ন নাম pdf
বাংলা ছন্দরীতির বিভিন্ন নাম
বাংলা ছন্দরীতি নিয়ে অনেক বিদগ্ধজন চর্চা করেছেন। আলোচনা প্রসঙ্গে তাঁরা প্রায়ই পরিভাষার জন্য হয় অন্যের পরিভাষা ব্যবহার করেছেন নয়তো নিজে তৈরি করে নিয়েছেন নতুন পরিভাষা। বিভিন্ন সময়ে এইসব পরিভাষা বাংলা ছন্দচর্চার বৈচিত্র্যকে প্রকাশ করে। এখানে মোটামুটি সমস্ত পরিভাষাই উল্লেখ করা হয়েছে।
বাংলা তিন ছন্দরীতি - স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত কী কী নামে পরিচিত হয়েছে তা পিডিএফে উল্লেখ করা হয়েছে।
PDF--