[PDF] অলংকার চন্দ্রিকা শ্যামাপদ চক্রবর্তী | Alongkar Chandrika Shyamapada Chakraborty
নেট সেট বাংলা পরীক্ষার সিলেবাসে ১০ম বিভাগে বাংলা অলংকার রয়েছে। বাংলা অলংকারের আলোচনায় শ্যামাপদ চক্রবর্তী অদ্বিতীয়। বলতে গেলে বাংলা ছন্দ বিষয়ে যত বই রয়েছে বাংলা অলংকার বিষয়ে তেমন বইয়ের সন্ধান পাওয়া মুশকিল। ছাত্রপাঠ্য কিছু বই থাকলেও সবই এই 'অলংকার চন্দ্রিকা' বইয়ের সাহায্যে রচিত।
[PDF] অলংকার চন্দ্রিকা শ্যামাপদ চক্রবর্তী | Alongkar Chandrika Shyamapada Chakraborty
নেট সেট পরীক্ষার্থী যারা তাদের উচিত এই বই সম্পূর্ণ পাঠ করা। অলংকার বিষয়ে তাদের যাবতীয় প্রশ্নের উত্তর এই বইয়ে তাঁরা পেয়ে যাবেন। পাশাপাশি ভারতীয় কাব্যতত্ত্বের প্রাথমিক ধারণাও পেয়ে যাবে এই বই পাঠ করলে।
বইটি বিনামূল্যে পরিবেশন করা হল-
পিডিএফ লিঙ্ক নিচে
আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন