সংস্কৃত সন্ধি ও সন্ধিবিছেদ 2023 | একাদশ শ্রেণি সংস্কৃত | Class 11 Sanskrit Sandhi 2023 | Class XI Grammar | PDF
প্রিয় একাদশের ছাত্রছাত্রীরা,
এই পোস্টে উল্লিখিত হয়েছে সংস্কৃত সন্ধি ও সন্ধি বিচ্ছেদের গুরুত্বপুর্ণ নমুনা। পরীক্ষায় তোমাদের এই অংশ থেকে ২+২ = ৪ নম্বর আসে। এই অংশ থেকে পুরো নম্বর তোলা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে উল্লিখিত সন্ধিগুলি অনুশীলন করলে তোমরা উপকার পাবে।
সংস্কৃত সন্ধি ও সন্ধিবিছেদ 2023 | একাদশ শ্রেণি সংস্কৃত | Class 11 Sanskrit Sandhi 2023 | Class XI Grammar | PDF
স্বরসন্ধি
1. গ্রন্থ + আলয়ঃ = গ্রন্থালয়ঃ
2. বিদ্যা + আলয়ঃ = বিদ্যালয়ঃ
3. শিক্ষা + অর্থী = শিক্ষার্থী
4. রবি + ইন্দ্রঃ = রবীন্দ্রঃ
5. প্রতি + ঈক্ষা = প্রতীক্ষা
6. পরি + ঈক্ষা = পরীক্ষা
7. শচী + ইন্দ্রঃ = শচীন্দ্রঃ
8. দেব + ইন্দ্রঃ = দেবেন্দ্রঃ
9. লঘু + ঊর্মিঃ = লঘূর্মিঃ
10. বিধু + উদয়ঃ = বিধূদয়ঃ
11. ভূ + ঊর্দ্ধম্ = ভূর্দ্ধম্
12. পিতৃ + ঋণম্ = পিতৃণম্
13. পূর্ণ + ইন্দুঃ = পূর্ণেন্দুঃ
14. গণ + ঈশঃ = গণেশঃ
15. দুর্গা + ঈশঃ = দুর্গেশঃ
16. গিরি + ঈশঃ = গিরীশঃ
17. মহা + ইন্দ্রঃ = মহেন্দ্রঃ
18. নীল + উৎপলম্ = নীলোৎপলম্
19. নব + ঊঢ়া = নবোঢ়া
20. গঙ্গা + উদকম্ = গঙ্গোদকম্
21. মহা + ঊর্মিঃ = মহোর্মিঃ
22. গঙ্গা + ঊর্মিঃ = গঙ্গোর্মিঃ
23. দেব + ঋষিঃ = দেবর্ষিঃ
24. উত্তম + ঋণঃ = উত্তমর্ণঃ
25. দশ + ঋণম্ = দশার্ণম্
26. মহা + ঋষিঃ = মহর্ষিঃ
27. রাজা + ঋষিঃ = রাজর্ষিঃ
28. শীত + ঋতঃ = শীতার্তঃ
29. ক্ষুধা + ঋতঃ = ক্ষুধার্তঃ
30. কাম + ঋতঃ = কামার্তঃ
31. অদ্য + এব = অদৈব
32. সদা + এব = সদৈব
33. মহা + ঐশ্বর্যম্ = মহৈশ্বর্যম্
34. বন + ওষধিঃ = বনৌষধিঃ
35. চিত্ত + ঔদার্যম্ = চিত্তৌদার্যম্
36. যদি + অপি = যদ্যপি
37. অভি + উদয় = অভ্যুদয়
38. দৈত্য + অরি = দৈত্যারি
39. অনুমতি + অনুসারেণ = অনুমত্যনুসারেণ
40. অতি + আচারঃ = অত্যাচারঃ
41. প্রতি + একঃ = প্রত্যেকঃ
42. নদী + অম্বু = নদ্যম্বু
43. অনু + অয়ঃ = অন্বয়ঃ
44. সু + আগতমঃ = স্বাগতমঃ
45. অনু + এষণম্ = অন্বেষণম্
46. বধূ + আলয়ঃ = বধ্বালয়ঃ
47. তনূ + ঈশ্বরঃ = তন্বীশ্বরঃ
48. পিতৃ + আলয়ঃ = পিত্রালয়ঃ
49. পিতৃ + ইচ্ছা = পিত্রিচ্ছা
50. পিতৃ + এষণা = পিত্রেষণা
51. পিতৃ + আদেশ = পিত্রাদেশ
52. মাতৃ + উপদেশঃ = মাত্রুপদেশঃ
53. শে + অনম্ = শয়নম্
54. মুনে + এহি = মুনয়েহি
55. নৈ + অকঃ = নায়কঃ
56. পো + অনঃ = পবনঃ
57. ভো + অনম্ = ভবনম্
58. পো + ইত্রম্ = পবিত্রম্
59. পৌ + অকঃ = পাবকঃ
60. নৌ + ইকঃ = নাবিকঃ
61. ভৌ + উকঃ = ভাবুকঃ
62. এতে + অত্র = এতেহত্র
63. প্র + ঊঢ়ঃ = প্রৌঢ়ঃ
64. অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী
65. গো + অক্ষঃ = গবাক্ষঃ
66. অব + এহি = অবেহি
67. স্ব + ঈরঃ = স্বৈরঃ
68. গো + ইন্দ্রঃ = গবেন্দ্রঃ
69. স্ব + ঈরিণী = স্বৈরিণী
70. কুল + অটা = কুলটা
71. সীমন্ + অন্তঃ = সীমন্তঃ
72. পতৎ + অঞ্জলিঃ = পতঞ্জলিঃ
73. মনস্ + ঈষা = মনীষা
74. মুনী + ইমৌ = মুনী ইমৌ (সন্ধি নিষেধ)
75. লতে + এতে = লতে এতে (সন্ধি নিষেধ)
76. কবী + ইমৌ = কবী ইমৌ (সন্ধি নিষেধ)
77. অমী + অশ্বাঃ = অমী অশ্বা (সন্ধি নিষেধ)
78. কৃষ্ণ + এহি = কৃষ্ণেহি
79. উপ + এহি = উপেহি
80. রবৌ + উদিতে = রবাবুদিতে
81. যাচেতে + অর্থম্ = যাচেতয়র্থম্
82. জন + একঃ = জনৈকঃ
83. প্রে + এজতে = প্রেজতে
84. সু + উক্তি = সূক্তি
85. তথা + এতম্ = তথৈতম্
86. রামগিরি + আশ্রমেষু = রামগির্যাশ্রমেষু
87. বি + নায়কঃ = বিনায়কঃ
ব্যঞ্জনসন্ধি
1. সৎ + চরিত্রম্ = সচ্চরিত্রম্
2. তদ্ + ছবিঃ = তচ্ছবিঃ
3. উৎ + জ্বলঃ = উজ্জ্বলঃ
4. বিপদ্ + জালম্ = বিপজ্জালম্
5. যাচ্ + না = যাচ্ঞা
6. রাজ্ + না = রাজ্ঞা
7. যজ্ + নঃ = যজ্ঞঃ
8. উৎ + ডীনঃ = উড্ডীনঃ
9. উৎকৃষ্ + তঃ = উৎকৃষ্টঃ
10. ষষ্ + থ = ষষ্ঠঃ
11. উৎ + লেখঃ = উল্লেখঃ
12. উৎ + হতঃ = উদ্ধতঃ
13. মহৎ + হিতম্ = মহদ্ধিতম্
14. তদ্ + হিতম্ = তদ্ধিতম্
15. দিক্ + অন্তঃ = দিগন্তঃ
16. দিক্ + নাগঃ = দিঙ্নাগঃ
17. বাক্ + ঈশঃ = বাগীশঃ
18. ণিচ্ + অন্তঃ = ণিজন্তঃ
19. ষট্ + আননঃ = ষড়াননঃ
20. জগৎ + ঈশঃ = জগদীশঃ
21. সম্ + কৃতঃ = সংস্কৃতঃ
22. সম্ + কারঃ = সংস্কারঃ
23. পতন্ + তরুঃ = পতংস্তরুঃ
24. ধাবন্ + ছাগঃ = ধাবংশ্ছাগঃ
25. ধাবন্ + অশ্বঃ = ধাবন্নশ্বঃ
26. বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া
27. লক্ষ্মী + ছায়া = লক্ষ্মীচ্ছায়া
28. বট + ছায়া = বটচ্ছায়া
29. পুর্ণ + ছেদঃ = পূর্ণচ্ছেদঃ
30. পরি + ছেদঃ = পরিচ্ছেদঃ
31. বি + ছেদঃ = বিচ্ছেদঃ
32. ষট্ + দশঃ = ষোড়শঃ
33. বন + পতিঃ = বনস্পতিঃ
34. হিন্স্ + অঃ = সিংহঃ
35. এক + দশঃ = একাদশঃ
36. দিব্ + লোকঃ = দ্যুলোকঃ
37. বৃহৎ + পতিঃ = বৃহস্পতিঃ
38. আ + চর্যম্ = আশ্চর্যম্
39. গো + পদম্ = গোষ্পদম্
40. তৎ + করঃ = তস্করঃ
41. পুমস্ + লিঙ্গঃ = পুংলিঙ্গঃ
42. প্রাক্ + এব = প্রাগেব
43. প্রাক্ + মুখম্ = প্রাগ্মুখম্
44. বাক্ + ময়ম্ = বাঙ্ময়ম্
45. তৎ + মাত্রম্ = তন্মাত্রম্
46. চিৎ + ময়ম্ = চিন্ময়ম্
47. শরৎ + চন্দ্রঃ = শরচ্চন্দ্রঃ
48. চলৎ + চিত্রঃ = চলচ্চিত্রঃ
49. তান্ + তান্ = তাংস্তান্
50. তস্মিন্ + অদ্রৌ = তস্মিন্নদ্রৌ
বিসর্গসন্ধি
1. সূর্যঃ + উদেতি = সূর্য উদেতি
2. কঃ + এষঃ = ক এষঃ
3. কুতঃ + আগতঃ = কুত আগতঃ
4. প্রাতঃ + এব = প্রাতরেব
5. পুনঃ + অত্র = পুনরত্র
6. পুনঃ + অপি = পুনরপি
7. স্বঃ + গতঃ = স্বর্গতঃ
8. নিঃ + ধনঃ = নির্ধনঃ
9. মাতুঃ + ইচ্ছা = মাতুরিচ্ছা
10. সঃ + গতঃ = সগতঃ
11. পিতঃ + রক্ষ = পিতারক্ষ
12. চক্ষুঃ + রোগঃ = চক্ষূরোগ
13. বিধুঃ + রাজতে = বিধূরাজতে
14. নিঃ + রোগঃ = নীরোগঃ
15. নিঃ + চিতঃ = নিশ্চিতঃ
16. পূর্ণঃ + চন্দ্রঃ = পুর্ণশ্চন্দ্রঃ
17. ধনুঃ + টঙ্কারঃ = ধনুষ্টঙ্কারঃ
18. উন্নতঃ + তরুঃ = উন্নতস্তরুঃ
19. বাচঃ + পতিঃ = বাচস্পতিঃ
20. অহঃ + অহঃ = অহরহঃ
21. দুঃ + নীতিঃ = দুর্নীতিঃ
22. অন্তঃ + স্থঃ = অন্তঃস্থঃ/অন্তস্থঃ
23. গীঃ + পতি = গীষ্পতি
24. তিরঃ + কারঃ = তিরস্কারঃ
25. অহঃ + রাত্রম্ = অহোরাত্রম্
26. ভাঃ + করঃ = ভাস্করঃ
27. দুঃ + করঃ = দুস্করঃ
28. পরঃ + পরম্ = পরস্পরম্
29. মনঃ + স্থঃ = মনস্থঃ
30. যজ্ঞবিধেঃ + অহহ = যজ্ঞবিধেরহহ
31. প্রাতঃ + রম্যম্ = প্রাতারম্যম্
32. নিঃ + স্বঃ = নিঃস্বঃ
33. কঃ + কঃ = কস্কঃ
34. অতঃ + এব = অতএব
35. কবেঃ + ইদম্ = কবেরিদম্
36. স্বঃ + লোকঃ = স্বর্লোকঃ
পিডিএফ লিঙ্ক নিচে
আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন
File Name : সংস্কৃত সন্ধি ও সন্ধিবিছেদ 2023
File Format : পিডিএফ
File Language : বাংলা
File Location : গুগল ড্রাইভ
Download Link : সংস্কৃত সন্ধি ও সন্ধিবিছেদ 2023
---------------------------------------------------------------------------------
File Language : বাংলা
File Location : গুগল ড্রাইভ
Download Link : সংস্কৃত সন্ধি ও সন্ধিবিছেদ 2023
---------------------------------------------------------------------------------