Rabindranath NET SET Bengali রবীন্দ্রনাথের প্রবন্ধ নেট সেট বাংলা
প্রবন্ধের নাম
|
প্রবন্ধ গ্রন্থ
|
১. মেঘদূত
|
প্রাচীন সাহিত্য
|
২. ছেলেভুলানো ছড়া
১
|
লোকসাহিত্য
|
৩. বঙ্কিমচন্দ্র
|
আধুনিক সাহিত্য
|
৪. সাহিত্যের তাৎপর্য
|
সাহিত্য
|
৫. তথ্য ও সত্য /
৬. বাস্তব /
৭. সাহিত্যের নবত্ব
/
৮. আধুনিক কাব্য
|
সাহিত্যের পথে
|
৯. মনুষ্য /
১০. নরনারী
|
পঞ্চভূত
|
১১. পল্লীপ্রকৃতি
|
পল্লীপ্রকৃতি
|
-------------------------------------------------------------
কলেজে শিক্ষকতা কিংবা পরবর্তীতে গবেষণায় নিযুক্ত হতে এই পরীক্ষায় উত্তীর্ণ
হওয়া আবশ্যিক। তাই এই পরীক্ষায় প্রস্তুতি নিতে হয় গোড়া থেকেই এবং সম্পূর্ণ তথ্য সম্বন্ধে
অবহিত হতে হয়।
প্রশ্নের ধরণ বিভিন্ন রকম—
ক। নৈর্ব্যক্তিক
খ। মন্তব্য-যুক্তির শুদ্ধাশুদ্ধ বিচার
গ। বক্তব্যের শুদ্ধ-অশুদ্ধ যাচাই
ঘ। ঘটনার ক্রম নির্ণয় প্রভৃতি।
---এক্ষেত্রে কোনো ধরণের সহায়ক গ্রন্থ উপযুক্ত নয়। প্রতিটি অংশকে বিশ্লেষণ
করে আলোচনা না করলে বিষয়টি পরিপূর্ণতা পায় না। একারণে আমাদের অংশভিত্তিক আলোচনা দেখুন।
নিচে রবীন্দ্রনাথের ‘মেঘদূত’ প্রবন্ধ থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। সম্পূর্ণ
গাইড পিডিএফ পরে দেওয়া হবে।
নমুনা প্রশ্নোত্তর (মেঘদূত)
প্রাচীন সাহিত্য গ্রন্থে
মোট প্রবন্ধ সংখ্যা কত ?
|
৭ টি
|
মেঘদূত এই গ্রন্থের
কততম প্রবন্ধ ?
|
দ্বিতীয় প্রবন্ধ
|
মেঘদূত-এর রচনাকাল
?
|
অগ্রহায়ণ ১২৯৮
|
‘চিরকালের মতো আমরা
নির্বাসিত হইয়াছি’—কোথা থেকে ?
|
রামগিরি থেকে হিমালয়
পর্যন্ত প্রাচীন ভারতবর্ষের জীবনস্রোত থেকে নির্বাসিত।
|
রামগিরির উপবন কী
দিয়ে ঘেরা ?
|
কেতকীর বেড়া।
|
বর্ষার প্রাক্কালে
কারা মহাব্যস্ত হয়ে ওঠে ?
|
গৃহবলিভুক্ পাখিরা
|
গ্রামের প্রান্তে
কোন ফল পাকার কথা বলা হয়েছে ?
|
জম্বুফল (জাম), যা
মেঘের মতো কালো হয়ে ওঠে।
|
উজ্জয়িনী নগর কোন
নদীতটে অবস্থিত ?
|
সিপ্রানদী-তটে
|
কোথাকার যুথীবনে রমনীদের
ফুল তোলার প্রসঙ্গ এসেছে ?
|
সিপ্রাতীরের যুথীবনে
|
প্রত্যেক মানুষের
মাঝে কী বর্তমান ?
|
অতলস্পর্শবিরহ
|
চিরবিরহ প্রসঙ্গে
ক’টি বৈষ্ণবপদ উল্লিখিত হয়েছে ?
|
৩ টি
|
প্রবন্ধে ক’জন বৈষ্ণব
কবির নামোল্লেখ রয়েছে ?
|
১ জন [বলরাম দাস]
|
দুঁহু কোরে দুঁহু
কাঁদে ‘ পদটি কার ?
|
চণ্ডীদাসের [আক্ষেপানুরাগের
পদ]
|
প্রবন্ধে মেঘদূতের
কটি শ্লোক উদ্ধৃত ?
|
১ টি
|
--এছাড়া আরো বহু তথ্য ও প্রশ্নের রীতি অনুযায়ী আমাদের পিডিএফ গাইড সাজানো থাকবে। ১০টি বিভাগের প্রতিটি অংশকে ছোটো ছোটো ভাগে বিভক্ত করে এই আলোচনা সমৃদ্ধ হবে।