জন্মখণ্ড : শ্রীকৃষ্ণকীর্তন : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Shri Krishna Kirtan : Bengali Literature : NET SET Bangla
★ বিশেষ করে এই
প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে নেট সেট বাংলার সিলেবাসকে সামনে রেখে। খুঁটিয়ে
প্রশ্নগুলো সাজানো হয়েছে। উপকারে লাগলে আমাদের সঙ্গে থাকবেন।
১. গীত সংখ্যা কত ?
= ৯টি
২.
অসম্পূর্ণ গীতের সংখ্যা ?
= ১টি
[প্রথম পদ অসম্পূর্ণ]
৩.
উল্লিখিত খণ্ডে সংস্কৃত শ্লোক সংখ্যা ?
= ৩টি [কবির
বিবৃতি + বড়ায়ির উক্তি + রাধার উক্তি]
৪.
কবি কত নং গীতে সভাসদ্দের কাছে কাব্য রচনার জন্য শরণ নিচ্ছেন ?
= ১ম গীতে
৫.
অসম্পূর্ণ প্রথম পদটির সূচনা কী দিয়ে ?
= “বস শঙ্ক” দিয়ে
৬.
কত পৃষ্ঠাঙ্ক থেকে কাব্যের সূচনা হয়েছে ?
= ৩/১
পৃষ্ঠাঙ্ক থেকে [অর্থাৎ পুঁথির ৩ নং পাতা, ১ম পৃষ্ঠা]
৭.
কংস বিনাশ ও কৃষ্ণ-বলরামের আবির্ভাবের প্রসঙ্গ উল্লিখিত হয়েছে কোন গীতে ?
= ২ নং গীতে
৮.
নারদের বিচিত্র রূপ ও প্রকৃতি কোন গীতে বর্ণিত ?
= ৩ নং গীতে
৯.
পাকিল দাঢ়ী মাথার কেশ / বামন শরীর মাকড় বেশ’—কার সম্পর্কে বলা হয়েছে ?
= নারদ [গীত
: ৩]
১০.
নাচয়ে নারদ ____
গতী ?
= ‘ভেকের’ অর্থাৎ ব্যাঙের মতো [গীত : ৩]
১১.
কৃষ্ণের জন্মগ্রহণ প্রসঙ্গ কংস কার কাছ থেকে জ্ঞাত হয় ?
= নারদের
কাছ থেকে [গীত : ৪]
১২.
কংসের হত্যাকারী শ্রীকৃষ্ণের জন্ম দৈবকীর কততম গর্ভে হয় ?
= ৮ম গর্ভে
[৮ম সন্তান]
১৩.
দৈবকীর ৭ম গর্ভে কার জন্ম ?
= বলভদ্র
[বলরাম]
১৪.
দেবগণ নারায়ণের কাছ থেকে কী পেয়েছিল ?
= ধবল ও
কৃষ্ণ কেশ [গীত : ২]
১৫.
বলভদ্র কার গর্ভে জন্ম নিয়েছিল ?
= রোহিণীর
গর্ভে [কৃষ্ণের বিমাতা]
১৬.
বলভদ্রের জন্মগ্রহণ প্রসঙ্গ রয়েছে ?
= ৫ম গীতে
১৭.
শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ প্রসঙ্গ রয়েছে ?
= ৬ নং গীতে
১৮.
নন্দ-কন্যাকে কংস কিভাবে হত্যা করেছিল ?
= শিলাপাঠে
আছড়ে [গীত : ৬]
১৯.
নন্দ-কন্যা আকাশ থেকে কী জানিয়েছিল ?
= ‘নন্দোঘরে বালা বাঢ়ে তোহ্মা
বধিবারে’ [গীত : ৬]
২০.
কৃষ্ণের জন্মতিথি ?
= ভাদ্রমাসের
রোহিণীনক্ষত্রে অষ্টমী তিথিতে [গীত : ৬]
২১.
শিশু কৃষ্ণকে হত্যার জন্যে কংস কাকে পাঠিয়েছিল ?
= পুতনা/যমলার্জুন/কেশি
প্রভৃতি অসুরকে [গীত : ৬]
২২.
কৃষ্ণের রূপ বর্ণনা কোন গীতে রয়েছে ?
= ৭ নং গীতে
২৩.
বৃন্দাবনে কৃষ্ণের গো –রক্ষার প্রসঙ্গ এসেছে ?
= ৭ নং গীতে
২৪.
শ্রীকৃষ্ণ কেমন গুণান্বিত ছিলেন ?
= ৩২
রাজলক্ষণ সমন্বিত [গীত : ৭]
২৫.
রাধার জন্মপ্রসঙ্গ রয়েছে ?
= ৮ নং গীতে
২৬. রাধার আবির্ভাবের
কারণ ?
= কাহ্নাঞির
সম্ভোগ কারণে / লক্ষ্মীক বুলিল দেবগণে’ [গীত : ৮]
২৭.
রাধার পিতা-মাতা-স্বামী ?
= পিতা-
সাগর
= মাতা-
পদুমা [পদ্মা]
= স্বামী-
আইহন
[গীত : ৮]
২৮.
বড়ায়ি প্রসঙ্গের উত্থাপন কোন গীতে ?
= ৮ নং গীতে
২৯.
বড়ায়ির প্রয়োজন কেন ?
= হাটে বাটে
রাধা রাখিবারে’ [গীত : ৯]
৩০.
বড়ায়ির প্রয়োজন কে অনুভব করে ?
= রাধার
স্বামী আইহন [গীত : ৮]
৩১.
রাধার রূপগুণের পরিচয় ।
= তীনভুবনজনমোহিনী
= রতিরসকামদোহনী
= শিরীষকুসুমকোঁঅলী
= কনকপুতলী
[গীত : ৮]
৩২.
রাধা-বড়ায়ির সম্পর্ক কী ?
= রাধার
দিদা অর্থাৎ মায়ের পিসি [গীত : ৯]
৩৩.
বড়ায়ির রূপগুণ প্রসঙ্গ এসেছে ?
= ৯ নং গীতে
৩৪.
বড়ায়ির উক্তিতে রাধা কার জননী ?
= অভিমন্যুর
[২য় সংস্কৃত শ্লোক]
৩৫.
শেষোক্ত শ্লোক দুটিতে কোথায় যাবার প্রসঙ্গ এসেছে ?
= মথুরাতে
৩৬.
জন্ম খণ্ডের রাগ প্রসঙ্গ ?
= ৮টি রাগ
= কোড়ারাগ
(২, ৬, ৭)
= বরাড়ীরাগ
(৩, ৪)
= কহূগুজ্জরীরাগ
(৫)
= ধানুষীরাগ
(৮)
= গুজ্জরীরাগ
(৯)
৩৭.
জন্মখণ্ডের চরিত্র পরিচয় ?
= নারায়ণ,
ব্রহ্মা, দেবগণ, নারদ
= কংস,
বসুদেব, দেবকী, যশোদা,
রোহিণী, নন্দ-কন্যা, রাধার
পিতামাতা-স্বামী-শাশুড়ী
= শ্রীকৃষ্ণ,
রাধা, বড়ায়ি [প্রধান]
৩৮.
খণ্ডে কার কার রূপ বর্ণনা আছে ?
= কৃষ্ণ
[গীত : ৭]
= রাধা [গীত
: ৮]
= বড়ায়ি
[গীত : ৯]
৩৯.
কবি কি আইহনকে নপুংসক বলে উল্লেখ করেছেন ?
= হ্যাঁ
[গীত : ৮]
৪০.
বড়ায়িকে কে নিয়ে এসেছিল ?
= রাধার
শাশুড়ি [গীত : ৯]
৪১.
কবির ভণিতা ?
= বড়ু
চণ্ডীদাস (১, ২, ৪, ৬, ৭, ৮, ৯ = ৭ বার)
= চণ্ডীদাস
(৩, ৫ = দুই বার)
৪২.
কোন গীতের ভণিতায় কবির আরাধ্যা উল্লিখিত হয়নি ?
= ৮ ও ৯ নং
গীতে
-----------------------------------------------------------------