মঙ্গলকাব্য - একঝলকে

মঙ্গলকাব্য
মঙ্গলকাব্য কী ?
উ: খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত পৌরাণিক, লৌকিক, লৌকিক-পৌরাণিক সংমিশ্রিত দেবদেবীর পূজা প্রচার ও লীলামাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে যে আখ্যান কাব্যগুলি রচিত হয়েছে, সেই কাব্যগুলিকে বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য বলে আখ্যায়িত করা হয়।
মঙ্গলকাব্য-এর নামকরণ ‘মঙ্গলকাব্য’ কেন ?
- এ কাব্য রচনা করলে, পাঠ করলে, শুনলে কবির, পাঠকের বা শ্রোতার মঙ্গল হয়।
- দেবদেবীর বিজয়মহিমা এ কাব্যে বর্ণিত।
- এক মঙ্গলবার থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত গাওয়া হয়। এজন্য এগুলিকে ‘অষ্টমঙ্গলা’ নামেও অভিহিত করা হয়।
- ‘মঙ্গল’ – নামে এক বিশেষ রাগে এর পালাগান গীত হয়—আশুতোষ ভট্টাচার্য।
- এ কাব্য ঘরে রাখলে গৃহস্থের মঙ্গল হয়।
** রাত জেগে গাওয়া হত বলে বলা হয়—রয়ানী [রজনী] বা জাগরণ পালা।
** তামিল ভাষায় ‘মঙ্গল’ অর্থ = বিবাহ
মঙ্গলকাব্য-এর গঠনরীতি / মঙ্গলকাব্যের কয়টি অংশ
- বন্দনাখণ্ডের উপস্থিতি
- গ্রন্থৎপত্তির কারণ সংযোজন
- দেবখন্ড
- নরখন্ড
বন্দনাখণ্ড ?
উ: দেবদেবীর বন্দনা ও পিতামাতা ও গুরুজনের স্তুতি এই অংশে স্থান পায়
গ্রন্থোৎপত্তি ও আত্মবিবরণী ?
উ: এই অংশে কবির আত্মপরিচয় ও গ্রন্থ রচনার কারণ বর্ণিত হয়।
দেবখণ্ড ?
উ: সৃষ্টিতত্ত্ব, লৌকিক ও পৌরাণিক ঘটনার সমন্বয়, স্বর্গের দেবদেবীর শাপভ্রষ্ট হয়ে মর্ত্যে আগমন ইত্যাদি ঘটনা।
নরখণ্ড ?
উ: পুজো প্রচারের বর্ণনা, কাব্যের মূল অংশ এই খণ্ড।
মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য
- ভণিতা ব্যবহার
- বারমাস্যা সংযোজন
- পাঁচালি রীতি
- পতিনিন্দা
- রন্ধন প্রণালী
- চৌতিশা স্তব
- অলৌকিকতা
- সাধভক্ষণ প্রসঙ্গ
- নায়িকা-নায়িকার রূপ বর্ণনা
- স্ত্রী-আচার বর্ণনা
মঙ্গলকাব্যের ছন্দ
- পয়ার ছন্দ ৮+৬
- লঘু ত্রিপদী ৬+৬+৮
- দীর্ঘ ত্রিপদী ৮+৮+১০
- একাবলী [বিজয়গুপ্তের কাব্যে লক্ষণীয়]
** ধুয়া বা ধ্রুবপদের ব্যবহার লক্ষণীয়।
প্রাক্-চৈতন্য ও চৈতন্য-পরবর্তী মঙ্গলকাব্যের পার্থক্য
- প্রাক্-চৈতন্যে আদিম সংস্কৃতির উগ্রতার পরিচয়
- ,, ,, ,, ,, ,, মনসা চরিত্রের হিংস্রতা
- ,, ,, ,, ,, ,, চাঁদ চরিত্রের উগ্রতা।
- চৈতন্য পরবর্তী সময়ে বেহুলার নারীসুলভ কোমলতা
- ,, ,, ,, ,, ,, ,, উদার মনোভাবের পরিচয়
কোন সামাজিক পটভূমিতে মঙ্গলকাব্যের উদ্ভব ?
- তুর্কি আক্রমণ
- পৌরাণিক ও লৌকিক সংস্কৃতির সমন্বয়
- হিন্দু ধর্মের অবক্ষয় রোধ
- বাংলার আধিভৌতিক ও আধিদৈবিক পরিবেশ
বিভিন্ন মঙ্গলকাব্য
মনসামঙ্গল
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
শিবমঙ্গল/শিবায়ন
অন্নদামঙ্গল
দুর্গামঙ্গল
কালিকামঙ্গল
শীতলামঙ্গল
রায়মঙ্গল
ষষ্টীমঙ্গল
সারদামঙ্গল
সূর্যমঙ্গল
বাশুলীমঙ্গল
মঙ্গলকাব্যের কবিদের সম্বন্ধে জানতে নিচের পোস্টের লিঙ্কে গিয়ে দেখুন
আরো পড়ুন - মনসামঙ্গল কাব্যের চরিত্র আলোচনা |
আরো পড়ুন - চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র আলোচনা |
আরো পড়ুন - ধর্মমঙ্গল কাব্যের চরিত্র আলোচনা |