রবীন্দ্রনাথের উপন্যাসের সমস্ত চরিত্র

রবীন্দ্রনাথের উপন্যাসের চরিত্র Character List of Rabindranath's Novels
রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যেই নন, ভারতীয় সাহিত্যের একজন দিকপাল। কবি পরিচিতি ছাড়াও তিনি কথাসাহিত্যের একজন একনিষ্ঠ কথক। বঙ্কিমচন্দ্রের পর তিনিই বাংলা সাহিত্যে উপন্যাসের ধারাকে অন্যমাত্রা দান করেছিলেন। তাঁর উপন্যাসগুলি বহুচর্চিত এবং বহুপঠিত।
রবীন্দ্রনাথের উপন্যাস সংখ্যা ক'টি তা নিয়ে দ্বিমত থাকতে পারে তবে তাঁর 'করুনা' রচনাটিকে আমরা এই আলোচনায় নিইনি। যাইহোক রবীন্দ্র-উপন্যাসের 12টি রচনাকে আমাদের আলোচনায় স্থান দেওয়া হয়েছে। উপন্যাসগুলির মুল চরিত্র উল্লেখের পাশাপাশি অপ্রধান চরিত্রের উল্লেখ করা হয়েছে পরিক্ষার্থীদের কথা মাথায় রেখে।
উপন্যাসের নাম এবং চরিত্র
বউঠাকুরাণীর হাট
প্রতাপাদিত্য, রাজা বসন্তরায়, উদয়াদিত্য, সুরমা, রামচন্দ্র রায়, রমাই, সীতারাম, ভাগবত
রাজর্ষি
গোবিন্দমাণিক্য, নক্ষত্র রায়, রঘুপতি, জয়সিংহ, বিল্বন, ধ্রুব, হাসি
চোখের বালি
মহেন্দ্র, আশা, বিনোদিনী, বিহারী, রাজলক্ষ্মী
নৌকাডুবি
রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ, অন্নদাবাবু, সুশীলা, ক্ষেমঙ্করী
গোরা
গোরা, সুচরিতা, বিনয়, ললিতা, আনন্দময়ী, পরেশচন্দ্র, হারানবাবু, কৃষ্ণদয়াল, বরদাসুন্দরী, হরিমোহিনী, সতীশ, মহিম, লক্ষ্মীমণি, অবিনাশ
আরো পড়ুন - শেক্সপিয়রের নাটকের বাংলা অনুবাদ |
চতুরঙ্গ
জগমোহন, শচীশ, দামিনী, শ্রীবিলাস, লীলানন্দ স্বামী, ননীবালা
ঘরে-বাইরে
নিখিলেশ, বিমলা, সন্দীপ, চন্দ্রনাথ, মেজরাণী
যোগাযোগ
মধুসূদন, কুমুদিনী, বিপ্রদাস, নবীন, মোতির মা, শ্যামা
আরো পড়ুন - নিষিদ্ধ নাটক |
শেষের কবিতা
অমিত, লাবণ্য, শোভনলাল, কেতকী, যোগমায়া, যতীন, নরেন মিত্র, বিমি বোস, লিলি গাঙ্গুলি, কুমার মুখুজ্জে
দুইবোন
শর্মিলা, উর্মিমালা, শশাঙ্ক
মালঞ্চ
আদিত্য, নীরজা, সরলা
চার অধ্যায়
অতীন্দ্র, এলা, ইন্দ্রনাথ
Related Search :
রবীন্দ্রনাথের উপন্যাস
রবীন্দ্র রচনার চরিত্র