পথের দাবী গল্পের MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ২০২৪ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Pather Dabi Galper MCQ SAQ Question 2024 Answer pdf download
প্রিয় শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পথের দাবী গল্পের MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর || বিদ্যালয়ের পরীক্ষায় পথের দাবী গল্পের MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হয়, প্রশ্নমান ১ || | Madhyamik Bengali Pather Dabi by Saratchandra Chattopadhyay | 10th Standard | এগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
পথের দাবী গল্পের MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ২০২৪ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Pather Dabi Galper MCQ SAQ Question 2024 Answer pdf download
পথের দাবী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
M.C.Q
১. গিরিশ মহা পাত্র থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিয়েছিল —লেবুর তেলের উগ্র গন্ধে।
২. পরদিনই সুদূর ভামো নগরের উদ্দেশ্য যাত্রা করে অপূর্ব ট্রেনে চেপে বসেন —অপরাহ্নে।
৩. অপূর্বর পিতার বন্ধু হলেন —নিমাই বাবু।
৪. পথের দাবী যে পত্রিকায় প্রকাশিত —বঙ্গবাসী।
৫. রামদাস পেশায় ছিলেন —অ্যাকাউন্টেন্ট।
৬. আমার অবর্তমানে সমস্ত ভারই তো— তোমার কথাটি বলেছেন —বড়ো সাহেব।
৭. গিরিশ মহাপাত্রের দুজন বন্ধু লোক আসার কথা —এনাঞ্জাং থেকে।
৮. এমনি তাদের অভ্যাস হয়ে গেছে — যে অভ্যাস হয়ে গেছে তা হল —অপমান সহ্য করা।
৯. দয়ার সাগর। পরকে সেজে দি নিজে খাই নে —বক্তা হলেন —জগদীশ বাবু।
১০. গিরিশ মহাপাত্রের বুক পকেটে ছিল —একটি বাঘ আঁকা রুমাল।
১১. আমি এখন তবে চলরুম কাকাবাবু — কাকাবাবু হলেন —পুলিশ ইন্সপেক্টর নিমাইবাবু।
১২. তুমি তো ইউরোপিয়ান নও — অপূর্বকে এ কথা কে বলেছিলেন? —বর্মা পুলিশের সাব ইন্সপেক্টর।
১৩. চোরের হাত থেকে অপূর্বকে টাকাকড়ি ছাড়া অন্য সমস্ত কিছুকে বাঁচিয়েছিল? —ক্রিশ্চান মেয়েটি।
১৪.অপূর্ব জাতিতে কি? —ব্রাহ্মণ।
১৫. নিমাই বাবু জগদীশ বাবুকে কোন ট্রেনের প্রতি দৃষ্টি দিতে বলেছিলেন? —রাতের মেল ট্রেনের প্রতি।
১৬. গিরিশ মহাপাত্রের পাঞ্জাবী কোন সিল্কের ছিল? —জাপানি।
১৭. গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? —রেল স্টেশনে।
১৮. অপূর্ব রাজী হইয়াছিল — যে ব্যাপারে অপূর্ব রাজি হয়েছিল তা হল —রামদাসের স্ত্রীর পাঠানো মিষ্টান্ন গ্রহন করতে।
১৯.বাবুজি এসব কথা বলার দুঃখ আছে — কথাটি বলেছিল —সাহিল।
২০. ট্রেনে অপূর্ব কোন পাত্রে আহার সম্পন্ন করেছিল? —পিতলের পাত্রে।
২১. শস্তার টাস্তয় সবই কিছু কিছু শিখেছিলাম - বক্তা হলেন —গিরিশ মহাপাত্র।
২২. অপূর্বর লাঞ্ছনার কথা শুনে রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য হয়ে ওঠে —আরক্ত।
২৩. কিন্তু এই জানোয়ারটিকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু — কথাটি বলেছেন —জগদীশ বাবু।
২৪. অপূর্বর কাছে অনেক বেশি অপমানজনক বলে মনে হয়েছে —বিপ্লবী সব্যসাচীকে।
২৫. অপূর্বকে প্ল্যাটফর্ম থেকে লাথি মেরে বের করে দিয়েছিল —ফিরিঙ্গি ছেলেরা।
২৬. সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল — এখানে বন্ধুটি হলো —অপূর্ব ।
২৭. তোমার বাবু একটা ভুল হয়েছে —অপূর্বকে পুলিশের লোক ভাবা।
২৮. তেলের খনির কারখানা শ্রমিকরা চাকুরীর উদ্দেশ্যে কোথায় গিয়েছিল. —রেঙ্গুনে।
২৯. ভামো নগরের উদ্দেশ্যে যাত্রা কালে অপুর্বের সঙ্গে ছিল —আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্থানী ব্রাহ্মণ পেয়াদা।
৩০. বলা কি সহজ রাম দাস —- যা বলার সহজ নয় তা হল —বিনা অপরাধে শ্বেতাঙ্গদের দ্বারা লাঞ্ছিত হওয়ার কথা।
৩১. অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুরিয়া যেন — হইয়াছে —তামাটে।
৩২. তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না — কথাটি বলেছে —অপূর্ব।
৩৩. বাঙালি শ্রমিকদের টিনের তরঙ্গ ও ছোটো বড় পুটলি খুলে তদারক শুরু করে দিয়েছিলে —জগদীশ বাবু।
৩৪. পথের দাবী যে জাতীয় উপন্যাস —রাজনৈতিক।
৩৫. রাম হাসিয়া কহিল কিন্তু — ধরাই যে এদের কাজ। —বুনো হাঁস।
৩৬. বাবুজি ম্যাই নে আপকো তো জরুর কহা দেখা। — এখানে বাবুজি হলেন —গিরিশ মহাপাত্র।
৩৭. চুরি হয়েছিল যার ঘরে —অপূর্বর।
৩৮. অপূর্বর কাছে গিরিশ মহাপাত্র নিজেকে যে ধরনের মানুষ বলে উল্লেখ করেছে তা হল —ভারী ধর্মভীরু মানুষ।
৩৯. তোমার বাপু একটা ভুল হয়েছে —ভুলটা হল —অপূর্বকে পুলিশের লোক ভাবা।
৪০. বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন — এর বলতে বোঝানো হয়েছে —নিমাই বাবুকে।
৪১. বাড়ির সব খবর ভালো তো —- জিজ্ঞেস করেন —রামদাস তলওয়ারকর।
৪২. নিমাই বাবু হাসিয়া ঘাড় নাড়িলে কহিলেন —তোমার নাম কি হে?
৪৩. গিরিশ মহাপাত্র গাজার কলকেটা কুড়িয়ে পেয়েছিল —পথে।
৪৪. যে লোকটার প্রতি তার অত্যন্ত সন্দেহ হইয়াছে এই লোকটি হলো —গিরিশ মহাপাত্র।
৪৫. সে যে বর্মাই এসেছে এ খবর সত্য — সে বলতে বোঝানো হয়েছে —বিপ্লবী সব্যসাচী মল্লিক কে।
৪৭. তোমার চিন্তা নেই ঠাকুর —-এখানে ঠাকুর বলতে বোঝানো হয়েছে —তেওয়ারিকে।
৪৮. তা ছাড়া এত বড় বন্ধুটি হলেন —ক্রিশ্চান মেয়েটি।
৪৯. কিন্তু কদিনই বা বাঁচবে — উদ্দিষ্ট ব্যাক্তি বেশিদিন বাঁচবে না কারণ —সে অত্যান্ত রোগা এবং দুর্বল।
৫০. তেওয়ারি ঘরে ছিল না বর্মা নাচ দেখতে গিয়েছিল —ফায়ার।
৫১. গিরিশ মহাপাত্র কার ছদ্মনাম? —সব্যসাচীর।
৫২. গিরিশ মহাপাত্রের ফুল মজার রং কেমন ছিল? —সবুজ।
৫৩. গিরিশ মহাপাত্রের ট্যাক থেকে কি বেরি য়েছিল? —এক টাকা ছয় গন্ডা পয়সা।
৫৪. গিরিশ মহাপাত্র গাজর কলকেটা কুড়িয়ে পকেটে রেখেছেন —কারও কাজে লাগাতে পারে এই কথা ভেবে।
৫৫. গিরিশ মহাপাত্রের রোগা মুখের আশ্চর্যজনক অদ্ভুত বৈশিষ্ট্যটি হলো —দুটি চোখের দৃষ্টি।
৫৬. পুলিশ স্টেশন এর সম্মুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিল? —জন ছয়েক।
৫৭. এনাঞ্জা কতজন বন্ধু আসবে বলে গিরিশ জানিয়েছিলেন? —দুজন।
৫৮. এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন —এই লোকটি হলেন —গিরিশ মহাপাত্র।
৫৯. পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা হয় —নিমাই বাবুর সামনে।
৬০. বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা কাকে লাথি মেরে প্ল্যাটফর্মের বাইরে বের করে দিয়েছিল? —অপূর্ব কে।
৬১. গিরিশ মহাপাত্রের বুক পকেটে রাখা রুমালে কিসের ছবি ছিল? —বাঘের।
৬২. গিরিশ মহাপাত্র কে গাঁজা খেতে বারণ করেছিলেন? —নিমাই বাবু।
৬৩. চুরি করুক না করুক সাহায্য করেছে —যে সাহায্য করেছে সে হলো —তেওয়ারি।
৬৪. তার জামিন আমি হতে পারি —- বক্তা হলেন —নিমাই বাবু।
৬৫. লোকটা কাশিতে কাশিতে আসিল —-লোকটি হলেন —গিরিশ মহাপাত্র।
৬৬. ট্রেনে অপূর্বের ঘুম পুলিশের লোক কতবার ভাঙিয়েছিল? —তিনবার।
৬৭. অপূর্বের বাড়িতে চুরির দিন তেওয়ারি কোথায় গিয়েছিলেন? —ফয়ায়।
৬৮. গভর্নমেন্ট কত টাকায় না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। —-- বুনোহাঁস বলতে বোঝানো হয়েছে —বিদ্রোহীদের।
৬৯. এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার —-- কোন শহরে? —রেঙ্গুন।
৭০. অপূর্ব কোন শ্রেণীর ট্রেন যাত্রী ছিল ভামো নগরে যাওয়ার সময়? —প্রথম শ্রেণীতে।
৭১. পথের দাবী কাহিনীটি কোন উপন্যাসের অন্তর্গত? —পথের দাবী।
৭২. অপূর্ব নিমাই বাবুকে কি বলে সম্বোধন করেছিল? —কাকাবাবু।
৭৩. গিরিশ মহাপাত্রের চুড়িদার পাঞ্জাবি কোন র এর ছিল? —রামধনু রং-এর।
৭৪. গিরিশ মহাপাত্রের বয়স কত বছর ছিল? —৩০-৩২ এর বেশি নয়।
৭৫. পথের দাবী কাহিনীটির লেখক কে? —শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
—---------------------------------------------------
S.A.Q
১. তোমার চিন্তা নেই ঠাকুর —-- কে কথাগুলি বলেছিলেন?
[উ] রামদাস তলওয়ারকর সাহস দেওয়ার জন্য তেওয়ারিকে কথা গুলি বলেছিলেন।
২. গিরিশ মহাপাত্র নিজের সম্পর্কে অপূর্বের কাছে কি বলেছিলেন?
[উ] গিরিশ মহাপাত্র অপূর্বের কাছে নিজেকে ধর্মভীরু লোক বলেছিলেন।
৩. ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল?
[উ] ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গে আরদালি এবং অফিসের একজন হিন্দুস্থানী ব্রাহ্মণ পিয়াদা সঙ্গী হয়েছিল।
৪. গিরিশ মহাপাত্রের চোখের দৃষ্টি কেমন ছিল?
[উ] এিশ বএিশ বছর কৃশ গিরিশ মহাপাত্রের চোখের দৃষ্টি ছিল গভীর জলাশয়ের মতো।
৫. এমন তো নিত্য নিয়তিই ঘটছে। —- কী ঘটছে?
[উ] পরাধীন দেশের নাগরিক হওয়ার জন্য শ্বেতাঙ্গদের অত্যাচার সবসময় ঘটেছে বলে অপূর্ব মনে করে।
৬. রামদাসের স্ত্রী অপূর্বকে কি অনুরোধ করেছিল?
[উ] রেঙ্গুন প্রবাসী অপূর্বকে রামদাসের স্ত্রী অনুরোধ করেছিল মা কিংবা পরিজন না আসা পর্যন্ত তার কাছে আহার্য গ্রহণ করতে।
৭. আমার বড়ো লজ্জা —- লজ্জাটি কি?
[উ] আমার অর্থাৎ অপূর্বের লজ্জা হল একটি পুলিশের স্টেশনের কর্তা ইংরেজ চাটুকর নিমাই বাবু তার আত্মীয় ও তার বাবাই এনার চাকরির ব্যবস্থা করেছিলেন বলে।
৮. তবে এ বস্তুটি পকেটে কেন? —- কোন বস্তুুটি পকেটে ছিল ?
[উ] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী গদ্যাংশ থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিতে বস্তুটি হলো খানাতল্লাশি করতে গিয়ে গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাজর কলকাটি।
৯. প্রভেদের মধ্যে এখন কেবল —-- প্রভেদ টা কি?
[উ] পুরোনো পরিচ্ছদ পরলেও গিরিশ মহাপাত্র বাঘ আঁকা রুমালকে পকেটের বদলে এখন কন্ঠে জড়িয়েছেন।
১০. পুলিশ গিরিশ মহাপাত্রের কাছ থেকে কি পেয়েছিল?
[উ] পুলিশ গিরিশ মহাপাত্রের কাছ থেকে ট্যাকে একটা টাকা ও ছ গন্ডা পয়সা পকেট থেকে লোহার কম্পাস, ও কাঠের ফুটরুল কয়েকটি বিড়ি একটা দেশলায় ও একটা গাজার কলকে পেয়েছিলো।
১১. বড়ো সাহেব কোন কোন অফিসে গন্ডগোলের কথা অপূর্ব কে বলেন?
[উ] ভামোর অফিসের পাশাপাশি ম্যানডালে শোএবো মিকতিলা প্রোম ইত্যাদি অফিসে গন্ডগোলের কথা বড় সাহেব অপূর্ব কে বলেন।
১২. গিরিশ মহাপাত্রের মাথার চুলের বর্ণনা দাও?
[উ] গিরিশ মহাপাত্রের মাথার সামনের দিকে বড় চুল থাকলেও ছোট করে কাটার কারণে কান ও ঘাড়ের দিকে বিরল কেশ ছিল।
১৩. তাহার ভরসা ছিল। —- কী ভরসা ছিল?
[উ] অপূর্ব ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় তার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তার নিদ্রার ব্যাঘাত ঘটবে না।
১৪. পুলিশি তল্লাশীর মুখে পড়া বাঙালিরা রেঙ্গুনে এসেছিলেন কেনো?
[উ] পুলিশের তল্লাশীর মুখে পড়া জন ছয়েক বাঙালি উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানিতে মিস্ত্রির কাজ করতো। প্রতিকূল আবহাওয়ার জন্য তারা রেঙ্গুনে এসেছিল চাকরির খোঁজে।
১৫. বড়ো মানুষের কথাটা শুনো। — কোন কথা শুনতে বলা হয়েছে?
[উ] রোগা ও দুর্বল গাঁজাখোর গিরিশ মহাপাত্রের শরীরের কথা ভেবে তাকে গাঁজা খেতে বারণ করে নিমাই বাবু বলেছেন, আর খেয়োনা। তার এই কথাটি শুনতে বলেছেন।
১৬. ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। —- বক্তা কেন টেনে নামাতে পারেন?
[উ] প্রথম শ্রেণীর যাত্রী হলেও অপূর্ব ভারতীয়। যেকোনো অবস্থায় বিনা কারণে ভারতীয়দের বিরক্ত লাঞ্চিত অপমানিত করা চলে তাই বক্তা তাকে ট্রেন থেকে টেনে নামাতে পারেন।
১৭. মনে হলে দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। —- কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা?
[উ] রেঙ্গুন রেল স্টেশনে ফিরিঙ্গি যুবকদের দ্বারা অন্যায় ভাবে নিগৃহীত অপূর্বের হার পাজরা ভাঙ্গেনি বলে অন্য সাক্ষীরা খুশি হলে অপমানের তীব্রত তাই অপূর্বের এই মান বেদনা সৃষ্টি হয়।
১৮. ক্রিশ্চান মেয়েটি সম্পর্কে অপূর্ব কি বলেছিল?
[উ] চোর তাড়িয়ে দরজায় তালা দেওয়া ক্রিশ্চান মেয়েটি দক্ষতা একজন অ্যাকাউন্টারেও বিশ্বময় তৈরি করবে বলে অপূর্ব বলেছিল।
১৯. কিন্তুু তোমার বাবু একটা ভুল হয়েছে। —- কি ভুল হয়েছিল?
[উ] গিরিশ মহাপাত্র অপূর্বকে পুলিশের লোক ভেবে নিয়েছিল। এবং সে ভাবেই কথা বলেছে কিন্তুু অপূর্ব পুলিশের লোক নয় ভুল এটাই ।
২০. ট্রেনে অপূর্বের ঘুমের ব্যাঘাত ঘটেছিল কেনো?
[উ] ট্রেনে রাতের বেলা পুলিশের লোক অপূর্বের নামধাম ঠিকানা লিখে নেওয়ার জন্য বার তিনেক তাকে ডেকে তুলেছিল এতে তার ঘুমের ব্যাঘাত ঘটেছিল।
২১. অপূর্বের প্রতিবাদে পুলিশের সাব ইনস্পেকটর কি বলেছিল?
[উ] নৈশ ট্রেন যাত্রায় প্রথম শ্রেণী যাত্রী অপূর্ব পুলিশের আচরনে ক্ষোভ প্রকাশ করলে সাব-ইনস্পেক্টর জানান অপূর্ব ইউরোপীয় নয় বলে এ আচরণ স্বাভাবিক।
২২. তাহার দুই চোখ ছল ছল করিয়া আসিল — কেন তাহার এরকম হয়েছিল ?
[উ] বিনা দোষে ফিরিঙ্গি যুবকদের কাছে অপূর্বের প্রহৃত হওয়ার কথা শুনে তাহার অর্থাৎ রামদাসের চোখ ছল ছল করছিল।
২৩. আমার দেশের চেয়ে তো আপনার নন। —- কে বক্তা আপনার নন?
[উ] ব্রিটিশ ভক্ত পুলিশ অফিসার নিমাই বাবু পিতৃ তুল্য হলেও আপূর্বের দেশের চেয়ে অপমানজনক নন।
২৪. এমনি এদের অভ্যাস হয়ে গেছে — কি অভ্যাস হয়ে গেছে?
[উ] ব্রিটিশদের অন্যায় অত্যাচার প্রতিবাদীনভাবে মেনে নেওয়া এবং এতে লজ্জিত অপমানিত বোধ না করায় যে অভ্যাস হয়ে গেছে হিন্দুস্থানী মানুষদের সেই অভ্যাসের কথা বলা হয়েছে।
২৫. গিরিশ মহাপাত্রের পোশাকের কিরকম বর্ণনা আছে?
[উ] গিরিশ মহাপাত্রের পরিধেয় জাপানি সিল্কের রামধনু রং এর চুরিদার পাঞ্জাবির বুক থেকে বাঘ আঁকা একটি রুমালের কিছু অংশ দেখা যায়।
২৬. পকেটে গাজার কলকে থাকার কারণ হিসাবে গিরিশ মহাপাত্র কি বলেছিল?
[উ] নিজে না খেলেও কুড়িয়ে পাওয়া কলকে অন্যের জন্য পকেটে রেখেছে বলে গিরিশ বলেছিল।
২৭. পুলিশ নির্বোধ আহস্মক কে বানিয়েছিল বলে অপূর্ব মনে করে?
[উ] ব্রিটিশ পুলিশকে নির্বোধ আহম্মক বানিয়েছিল বিপ্লবী সব্যসাচী ওরফে গিরীশ মহাপাত্রের ছদ্মবেশ।
২৮. আমারো তো তাই বিশ্বাস — বক্তার কি বিশ্বাস?
[উ] গিরিশ মহাপাত্র বলেছেন যে কপালের লিখন খন্ডাবে না তার কথাকে সমর্থন করে বক্তা অপূর্ব বলেছেন যে এটা তারও বিশ্বাস।
২৯. তাছাড়া এতো বড়ো বন্ধু। — কাকে বন্ধু বলা হয়েছে?
[উ] চাকরি সূত্রে রেঙ্গুন প্রবাসী অপূর্বের ঘরের টাকা করি চোরের হাত থেকে বাঁচিয়েছিল যে ক্রিশ্চান মেয়েটি তাকে বন্ধু বলা হয়েছে।
৩০.স্টেশনে অপূর্বের কি দুঃখজনক অভিজ্ঞতা হয়েছিল?
[উ] প্ল্যাটফর্মে ফিরিঙ্গি যুবকদের লাথি খাওয়ার দুঃখজনক অভিজ্ঞতা নিরপরাধ অপূর্বের হয়েছিল।
৩১. রামদাস হাসিয়া কহিল —-রামদাস হেসে কি বলেছিল?
[উ] রামদাস হেসে বলেছিল বুনো হাঁস ধরাই বাংলাদেশের পুলিশদের কাজ। অপূর্বের চোর ধরা তাদের কর্তব্য নয়।
৩২. ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য — কোন নিয়মের কথা বলা হয়েছে?
[উ] ট্রেনে কোনো কারণে প্রথম শ্রেণী যাত্রীদের ঘুমের ব্যাঘাত ঘটানো আইনবিরুদ্ধ। এটাই প্রচলিত নিয়ম। এই নিয়মের কথায় এখানে বলা হয়েছে।
৩৩. পথের দাবি পাঠ্যাংশটি কার লেখা কোন মূল উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
[উ] পথের দাবী পাঠ্যাংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী শীর্ষক উপন্যাস থেকে গৃহীত হয়েছে।
৩৪. কিরূপ সাদা সয় ব্যাক্তি উনি — এমন বলা হয়েছে কেনো?
[উ] গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি গাজার কলকে পাওয়া গেল সে গাঁজা খায় না বলে জানিয়েছে। তবে কলকে রেখেছে অপরের প্রয়োজন এর কথা ভেবে। তাই মিথ্যা কথাটি কথাাক্ষ।
৩৫. কেবল এজন্যই যেন সে আজও বাচিয়া আছে। — কিসের জন্য?
[উ] গিরিশ মহাপাত্রের অত্যন্ত গভীর জলাশয় এর মত চোখ দুটির অতল তলে তার প্রাণ শক্তি লুকিয়ে থাকার মৃত্যু সেখানে প্রবেশ করতে আজও বেঁচে আছে সে।
৩৬. নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল — কাকে কেনো নিমাইবাবুর সামনে হাজির করা হলো?
[উ] পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক যিনি গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে পুলিশের হাতে ধরা পড়েছিল তাকে জিজ্ঞাসাবাদে জন্য নিমাই বাবুর সামনে হাজির করা হলো।
৩৭. ক দনই বা বাঁচবে। — কেনো এমন কথা বলা হয়েছে?
[উ] রোগা এবং দুর্বল গাঁজাখোর গিরিশ মহাপাত্র একটু কাশির পরিশ্রমে হাপাতে থাকে। তার প্রতি করুণা বসত নিমাই বাবু তার গাজার নেশা সরানোর জন্য এ কথা বলেন।
৩৮. আজ থেকে মাথায় তুলে নিলাম — বক্তা কী মাথায় তুলে নিলেন?
[উ] দেশবাসী মা ভাই বোনেদের ব্রিটিশের সহস্র কোটি অত্যাচার থেকে যারা উদ্ধার করতে চাই তাদের আপন বলার মধ্যে দুঃখই থাকা বক্তা তা মাথায় তুলে নেন।
৩৯. এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়োবাবু। —- এমন উক্তির কারণ কি?
[উ] গিরিশ মহাপাত্র তার সাজ পোশাকের সৌখিনতাই মিথ্যাবাদী তাই বিশেষ করে মাথায় লেবুর তেলের গন্ধে পুলিশ কর্মচারী জগদীশ বাবুকে অত্যন্ত বিরক্ত করেছিলেন তাই এমন উক্তি করা হয়েছে।
৪০.সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। —কেন এমন বলা হয়েছে?
[উ] রোগা এবং দুর্বল গিরিশ মহাপাত্র সামান্য কাশির পরিশ্রমে যেভাবে হাঁফাচ্ছিল তা দেখে মনে হয়েছিল যে তার মৃত্যু আসন্ন তাই এমন কথা বলা হয়েছে।
৪১. নিমাইবাবু ট্রেন তার প্রতি নজর রাখতে বলেছেন কেনো?
[উ] পুলিশ ইন্সপেক্টর নিমাই বাবু খবর পেয়েছিলেন বিপ্লবী সব্যসাচী মল্লিক বর্মায় এসেছেন। তাকে গ্রেফতার করতেই তার বর্মায় আশা। গিরিশ মহাপাত্র কে ছেড়ে দেওয়ার পর তাই রাতের মেল ট্রেন টার দিকে নজর রাখতে বলেছেন।
৪২. কৈ এ ঘটনা তো আমাকে বলেননি? — কোন ঘটনা?
[উ] বিনা দোষে কতগুলি ফিরিয়েঙ্গি ছেলে একদিন অপূর্বকে প্ল্যাটফর্ম থেকে লাথি মেরে ফেলে দিলে স্টেশন মাস্টারের কাছে প্রতিবাদ জানিয়ে লাঞ্ছিত হয়েছিলেন তিনি এই ঘটনার কথাই বলা হয়েছে।
৪৩. এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন — কেনো এমন উক্তি?
[উ] উল্লেখিত লোকটির চেহারা বেশভূষার বাহার পরিপাট্য ছিল হাস্যকর। উচ্চশিক্ষিত বিপ্লবী সব্যসাচীর মল্লিক রূপে তাকে মটেই সন্দেহ করা যায় না। তাই এমন উক্তি।
৪৪. লোকটি কাশিতে কাশিতে আসিল —- কোন লোকটির কথা বলা হয়েছে?
[উ] কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী পাঠ্য অংশ থেকে গৃহীত এই অঞ্চল লোকটি বলতে গিরিশ মহাপাত্র ওরফে বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে।
৪৫. মিথ্যাবাদী কোথাকার —- মিথ্যাবাদী বলার কারণ কি?
[উ] গিরিশ মহাপাত্রের পকেট থেকে গাজার কলকে বেরিয়েছে হাতও ছিল গাঁজা বানানোর চিহ্ন। তবুও সে গাজার নেশার কথা অস্বীকার করেছে। তাই জগদীশবাবু তাকে মিথ্যাবাদী বলেছেন।
৪৬. একবার ভেবে দেখুন —- কি ভাববে বলা হয়েছে?
[উ] পুলিশ ইন্সপেক্টর নিমাইবাবু যাকে খুঁজছেন সেই বিপ্লবী মল্লিকের সঙ্গে গিরিশ মহাপাত্রের কালচারের অনেক প্রভেদ এই কথাটা ভাবতে বলা হয়েছে।
৪৭. পুলিশের স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল — কি দেখা গেলো?
[উ] পুলিশ স্টেশন এর প্রবেশ করে দেখা জন ছয়েক বাঙালি মোট ঘাট নিয়ে বসে আছে। জগদীশবাবু তাদের তরঙ্গ ও ছোট বড়ো পুটলি খুলে তদারক শুরু করেছেন।
পিডিএফ লিঙ্ক নিচে
দশম শ্রেণির বাংলা অন্যান্য লেখা
- জ্ঞানচক্ষু [প্রশ্ন উত্তর]
- অসুখী একজন [প্রশ্ন উত্তর]
- আয় আরো বেঁধে বেঁধে থাকি [প্রশ্ন উত্তর]
- আফ্রিকা [প্রশ্ন উত্তর]
- হারিয়ে যাওয়া কালি কলম [প্রশ্ন উত্তর]
- বহুরূপী [প্রশ্ন উত্তর]
- অভিষেক [প্রশ্ন উত্তর]
- সিরাজদৌল্লা [প্রশ্ন উত্তর]
- প্রলয়োল্লাস [প্রশ্ন উত্তর]
- পথের দাবী [প্রশ্ন উত্তর]
- সিন্ধুতীরে [প্রশ্ন উত্তর]
- অদল বদল [প্রশ্ন উত্তর]
- অস্ত্রের বিরুদ্ধে গান [প্রশ্ন উত্তর]
- বাংলা ভাষায় বিজ্ঞান [প্রশ্ন উত্তর]
- নদীর বিদ্রোহ [প্রশ্ন উত্তর]
- কোনি [প্রশ্ন উত্তর]
আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন
File Name : পথের দাবী গল্পের MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ২০২৪
File Format : পিডিএফ
File Language : বাংলা
File Location : গুগল ড্রাইভ
Download Link : পথের দাবী গল্পের MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ২০২৪
File Language : বাংলা
File Location : গুগল ড্রাইভ
Download Link : পথের দাবী গল্পের MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ২০২৪
-------------------------------------------------------------