বাংলা ছোটোগল্প - বিষয় বৈচিত্র্য
বাংলা ছোটোগল্পের শ্রেণিভেদে বিভিন্ন ছোটগল্পের একটা তালিকা এখানে দেওয়া হয়েছে। এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়টি জেনে রাখা ভালো। বিশেষ করে ইন্টারভিউ-এ এইধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, 'পণ সমস্যা প্রতিফলিত হয়েছে এমন কয়েকটি ছোটোগল্পের নাম বলুন ?' এই বিষয়কে মাথায় রেখে কয়েকটি বিষয়বস্তুগত শ্রেণিভেদকে সামনে রেখে প্রতিনিধিত্বমুলক কিছু বাংলা ছোটোগল্পের নাম উল্লেখিত হয়েছে।
পতিতা সমস্যা ও বাংলা ছোটোগল্প
১ বিচারক রবীন্দ্রনাথ ২ কাশীবাসিনী প্রভাতকুমার মুখোপাধ্যায় ৩ বিপদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৪ মেলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ৫ আজকাল পরশুর গল্প মানিক বন্দ্যোপাধ্যায় ৬ ইতি অচিন্ত্যকুমার সেনগুপ্ত ৭ গোষ্পদ, মন্ত্রশেষ মণীশ ঘটক ৮ চোর চোর বুদ্ধদেব বসু ৯ সংসার সীমান্তে, মহানগর প্রেমেন্দ্র মিত্র ১০ বারবধূ সুবোধ ঘোষ
বিধবা-প্রেম ও বাংলা ছোটোগল্প
১ জীবিত-মৃত রবীন্দ্রনাথ ঠাকুর ২ মেঘ ও রৌদ্র রবীন্দ্রনাথ ঠাকুর ৩ মহাশ্বেতা নরেন্দ্রনাথ মিত্র ৪ গুণিন সমরেশ বসু
বহুবিবাহ ও বাংলা ছোটোগল্প
১ পুত্রযজ্ঞ রবীন্রনাথ ২ মধ্যবর্তিনী রবীন্দ্রনাথ ৩ অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৪ পয়োমুখম্ জগদীশ গুপ্ত ৫ রস নরেন্দ্রনাথ মিত্র ৬ সাতঘরিয়া প্রফুল্ল রায়
শ্রমিক আন্দোলন ও বাংলা ছোটোগল্প
১ ঘাসের ফুল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ২ ছোটবকুলপুরের যাত্রী, কংক্রীট, শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় ৩ ফসিল, গোত্রান্তর সুবোধ ঘোষ ৪ নেতা নরেন্দ্রনাথ মিত্র ৫ বাগান কেয়ারি কমলকুমার মজুমদার ৬ জলসা সমরেশ বসু ৭ অতিক্রমণ সাধন চট্টোপাধ্যায় ৮ নতজানু ভগীরথ মিশ্র ৯ নিখোঁজ কিন্নর রায়
বাংলা ছোটোগল্পে জাতপাত
১ বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ২ আমার ছাত্র, আমোদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৩ যাত্রাপথ নরেন্দ্রনাথ মিত্র ৪ সতী ঠাকুরণের চিতা রমাপদ চৌধুরী ৫ বায়েন মহাশ্বেতা দেবী ৬ লখিয়ার বাপ অসীম রায় ৭ রথযাত্রা কিন্নর রায় ৮ অন্য নকশী আবুল বাশার
বাংলা ছোটোগল্পে রাজনৈতিক সমস্যা
১ মেঘ ও রৌদ্র রবীন্দ্রনাথ ঠাকুর ২ হারানের নাতজামাই, ছোটোবকুলপুরের যাত্রী মানিক বন্দ্যোপাধ্যায় ৩ বোতাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৪ ধীবর, গ্রামবাংলা মহাশ্বেতা দেবী ৫ টুকুন বউ তপোবিজয় ঘোষ ৬ স্বীকারোক্তি সমরেশ বসু ৭ পরিচারক, নিখোঁজ কিন্নর রায় ৮ ভোট বুড়ো অনিল ঘড়াই ৯ ভোটার বৈরাগীচরণ শৈবাল মিত্র ১০ চরণদাস এম.এল.এ. সতীনাথ ভাদুড়ী
তেভাগা আন্দোলন ও বাংলা ছোটোগল্প
১ হারানের নাতজামাই, মেজাজ, গায়েন, মাটির মাশুল, ছোটবকুলপুরের যাত্রী মানিক বন্দ্যোপাধ্যায় ২ বন্দুক নারায়ণ গঙ্গোপাধ্যায় ৩ প্রতিরোধ সমরেশ বসু ৪ সখা সুনীল জানা ৫ বাদা, সলিলের মা, অর্ডার ননী ভৌমিক ৬ দালাল মিহির আচার্য
পণপ্রথা ও বাংলা ছোটোগল্প
১ দেনাপাওনা রবীন্দ্রনাথ ঠাকুর ২ খাতা রবীন্দ্রনাথ ঠাকুর ৩ পয়োমুখম্ জগদীশ গুপ্ত ৪ রস নরেন্দ্রনাথ মিত্র ৫ কানাই তাঁতি মানিক বন্দ্যোপাধ্যায়
বস্ত্রসংকট ও বাংলা ছোটোগল্প
১ দুঃশাসনীয়, রাঘব মালাকার মানিক বন্দ্যোপাধ্যায় ২ দুঃশাসন, ইজ্জত নারায়ণ গঙ্গোপাধ্যায় ৩ তমসাবৃতা সুবোধ ঘোষ ৪ আবরণ নরেন্দ্রনাথ মিত্র ৫ বস্ত্র অচিন্ত্যকুমার সেনগুপ্ত