Join Telegram Join Facebook বাংলা রচনা
সাহিত্যের ইতিহাস সাজেশান Question-Paper
WBCS স্কুল নোটস ইতিহাস

উনিশ শতকের ১৫টি সখের নাট্যশালা




উনিশ শতকের ১৫টি সখের নাট্যশালা

উনিশ শতকের তিরিশের দশক থেকেই ধনী ও অভিজাত বাঙালির প্রাসাদে বিদেশি থিয়েটারের মডেলে মঞ্চ বেঁধে  নাট্যাভিনয়ের প্রচলন হয়। অনেকেই এইধরনের প্রাসাদ-মঞ্চের অভিনয়গুলিকে সখের নাট্যশালার অভিনয় নামে উল্লেখ করেছেন।


সখের নাট্যশালা [তালিকা]

১। হিন্দু থিয়েটার ।। প্রসন্নকুমার ঠাকুর।। ১৮৩১

২। শ্যামবাজার নাট্যশালা ।। নবীন বসু ।। ১৮৩১

৩। ওরিয়েন্টাল থিয়েটার ।। নগেন্দ্রনাথ ঠাকুর

৪। জোড়াসাঁকো থিয়েটার ।। প্যারীমোহন বসু ।। ১৮৫৪

৫। সাতুবাবুর নাট্যশালা ।। আশুতোষ দেব

৬। রামজয় বসাকের বাড়ির নাট্যশালা

৭। গদাধর শেঠের বাড়ির নাট্যশালা

৮। নরোত্তম পালের বাড়ির নাট্যশালা [চুঁচুড়া]

৯। বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ ।। কালীপ্রসন্ন সিংহ ।। ১৮৫৬

১০। বেলগাছিয়া নাট্যশালা ।। পাইকপাড়া রাজাদের প্রতিষ্ঠিত ।। ১৯৫৮

১১। মেট্রোপলিটন থিয়েটার ।। রামগোপাল মল্লিক ।। ১৮৫৯

১২। পাথুরিয়াঘাটা বঙ্গ নাট্যালয় ।। যতীন্দ্রমোহন ঠাকুর ।। ১৮৬৫

১৩। প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি ।। রাধাকান্ত দেব

১৪। জোড়াসাঁকো নাট্যশালা ।। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ।। ১৮৬৫

১৫। বহুবাজার বঙ্গ নাট্যালয় ।। ১৮৬৮

* ১৮৭২ খ্রি. ন্যাশানাল থিয়েটার প্রতিষ্ঠিত হলে বঙ্গদেশে সাধারণ রঙ্গালয়ের সূত্রপাত হয় এবং অপেশাদারি নাট্যশালার প্রতিষ্ঠা স্তিমিত হয়ে পড়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url